শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

শিক্ষানীতি বাতিল করতেই হবে

——————— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ‘৯২ ভাগ মুসলমানের ইমান ও আমলের ওপর চরম আঘাতকারী শিক্ষানীতি ২০১০, শিক্ষা আইন ২০১৬ ও বিতর্কিত সিলেবাস বাতিল করতেই হবে। এজন্য প্রয়োজনে ইমানদার জনতা জীবন ও রক্ত দিতে প্রস্তুত রয়েছেন।’ গতকাল পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন ডা. মুখতার হুসাইন, মাওলানা আবু জাফর আহমদুল্লাহ, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন প্রমুখ।

সর্বশেষ খবর