শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

অগ্রিম টিকিট বিক্রি কাল থেকে

মোস্তফা কাজল

ঈদযাত্রায় প্রস্তুত ১৮৯টি লঞ্চ। এসব লঞ্চ ঢাকা থেকে দেশের ৬২ নৌ-রুটে চলাচল করবে। সড়কপথে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও দক্ষিণাঞ্চলের নদীপথে নৌযানের (কেবিনের জন্য) আগাম টিকিট বিক্রির কার্যক্রম কাল থেকে শুরু হচ্ছে। সূত্র জানায়, ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী লঞ্চগুলোতে প্রায় ১৫০ থেকে ১৮০টি কেবিন রয়েছে। এ ছাড়া ঢাকা-চাঁদপুরসহ অন্য সব রুটের লঞ্চে রয়েছে ৮০ থেকে ১২০টি কেবিন। ঢাকা থেকে বরিশালগামী লঞ্চের এসি কেবিন (ডাবল) ১ হাজার ৮শ টাকা, ননএসি কেবিন (ডাবল) ১ হাজার ৬শ টাকা, এসি কেবিন (সিঙ্গেল) ১ হাজার টাকা এবং ননএসি সিঙ্গেল কেবিনের ভাড়া ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-বরিশাল রুটের লঞ্চের ডেকের ভাড়া ১৫০ টাকা। এ ছাড়া ঢাকা-হুলারহাট রুটে ডেকের ভাড়া ২৫০ টাকা। কেবিন (ডাবল) ১ হাজার ৮শ টাকা এবং সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার টাকা। ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চের ওপর নির্ভর করে কেবিনের ভাড়া নির্ধারিত হয়। এ ক্ষেত্রে সর্বনিম্ন ৮০০ টাকা থেকে শুরু করে ভিআইপি কেবিনের ভাড়া ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চগুলোর ডেকের ভাড়া ১২০ থেকে ১৫০ টাকা। ঈদ উপলক্ষে বর্তমান ভাড়াতেই টিকিট বিক্রি করা হবে।

সর্বশেষ খবর