রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

আবারও বাড়ল সোনার দাম

এক সপ্তাহের ব্যবধানে আবারও দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার ভরিতে বেড়েছে এক হাজার ২২৪ টাকা। এ নিয়ে চলতি বছর সাতবার সোনার দাম বাড়ল। আজ থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে। গতকাল দুপুরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন দর অনুযায়ী দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ১৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ৩৯ হাজার ৫৯৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৭ হাজার ৫২৭ টাকা। আর প্রতি ভরি রুপার দাম ১ হাজার ২২৪ টাকা। এর আগে ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা, ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬০৭ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনা ২৬ হাজার ৮২৭ টাকা, আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপা ১ হাজার ১৬৬ টাকায় বিক্রি হয়েছে।

সর্বশেষ গত ১৬ জুন সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। যা ১৮ জুন থেকে কার্যকর হয়। কিন্তু এক মাস না যেতেই আবারও বাড়ানো হলো সোনার দাম। বাজুস সভাপতি কাজী সিরাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির পর আমরা এক সপ্তাহ অপেক্ষা করে দেখেছি যে দাম কমে কিনা। দাম না কমায় আমরা সোনার দাম বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর