Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৬ জুন, ২০১৬ ০০:০০
মাওলানা মুহিউদ্দীন খান আর নেই
নিজস্ব প্রতিবেদক
মাওলানা মুহিউদ্দীন  খান আর নেই

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মাসিক ‘মদীনা’ সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। উপমহাদেশের বিশিষ্ট এই আলেমে দীনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে লাশ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিজ বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাওলানা মুহিউদ্দীন খান মাসিক মদীনার সম্পাদক ছাড়াও রাবেতা আলম আল ইসলামীর সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি কোরআনের তাফসির ‘মাআরেফুল কোরআন’ উর্দু থেকে বঙ্গানুবাদ করে ব্যাপক পরিচিতি লাভ করেন।

এই পাতার আরো খবর
up-arrow