রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদ-গুপ্তহত্যা মোকাবিলা করেই এগোবে বাংলাদেশ

সংসদে এমপিরা

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ-গুপ্তহত্যা মোকাবিলা করেই এগোবে বাংলাদেশ

জঙ্গিবাদ-গুপ্তহত্যা মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সরকার ও বিরোধীদলীয় এমপিরা। জাতীয় সংসদে গতকাল প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এ আশাবাদ ব্যক্ত করেন।  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সরকারি দলের হুইপ আতিউর রহমান আতিক, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সামসুল হক টুকু, শরিফ আহমেদ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, মাহমুদুস সামাদ চৌধুরী, হাজেরা খাতুন, মোহাম্মদ আবদুল্লাহ, মকবুল হোসেন, রেজাউল হক চৌধুরী, জাসদের শিরীন আকতার, লুত্ফা তাহের, জাতীয় পার্টির এ বি এম রুহুল আমিন হাওলাদার, বেগম সালমা ইসলাম ও শওকত চৌধুরী। এদিকে রাজধানীর পুরান ঢাকার তীব্র যানজট নিরসনে আপাতত গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানে ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে রয়েছে। ২০০৩ সালের জরিপে ২৯ ভাগ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গিয়েছিল।

সর্বশেষ খবর