Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৬ জুন, ২০১৬ ২২:৩১
কমছে না বিদ্যুতের দাম : নসরুল হামিদ
নিজস্ব প্রতিবেদক
কমছে না বিদ্যুতের দাম : নসরুল হামিদ

বিদ্যুতের উৎপাদন মূল্য কমে এলেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমছে না। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। সংসদের বাজেট অধিবেশনে গতকাল তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের মূল্য কমায় প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ৬ টাকা ২৭ পয়সা থেকে কমে ৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। কিন্তু প্রতি ইউনিট বিদ্যুতের বাল্ক মূল্য ৪ টাকা ৯০ পয়সা। জ্বালানি খরচ কিছুটা হ্রাস পেলেও প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা এখনো গড়ে ৭০ পয়সা বেশি।

এই পাতার আরো খবর
up-arrow