সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

লুটপাটের কারণে বিদেশি বিনিয়োগ কমে গেছে

সংসদে বাজেট আলোচনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে গতকাল সরকারি ও বিরোধী দলের সদস্যরা বলেছেন, ব্যাংকিং খাতে লুটপাটের কারণে বিদেশি বিনিয়োগ কমে গেছে। প্রাইভেট সেক্টরেও বিনিয়োগ অস্বাভাবিকভাবে কম হচ্ছে। আর এই বিনিয়োগের মূল অন্তরায় হলো অবকাঠামো গ্যাস, বিদ্যুৎসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি। তারা আরও বলেন, বাংলাদেশে সন্ত্রাস নাশকতা করার ফলে দেশে বিনিয়োগ আসা কমে যায়। দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে টার্গেট কিলিং করা হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বি এম মোজাম্মেল হক, মো. গোলাম রব্বানী, সাইমুম সরওয়ার কামাল, মৃণাল কান্তি দাস, মোহাম্মদ শাহাবুদ্দিন, স্বপন ভট্টাচার্য, আনোয়ারুল আবেদীন খান ও জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর ও মাহজাবীন মোর্শেদ।

সর্বশেষ খবর