সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা হচ্ছে :তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনলাইনভিত্তিক গণমাধ্যমের দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে নীতিমালা প্রণয়ন ও নিবন্ধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনলাইন পত্রিকাসমূহকে নিবন্ধন কার্যক্রমের আওতায় আনার জন্য আবেদন দাখিলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে গতকাল মোহাম্মদ ইলিয়াছের (কক্সবাজার-১) টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ১০৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও এবং ১ হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য তথ্য অধিদফতরে আবেদন করেছে।

সর্বশেষ খবর