সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

৩০ বিলিয়ন ডলারের মাইলফলকে রিজার্ভ

প্রতিদিন ডেস্ক

বিদেশি মুদ্রার সঞ্চয়ন ১০০ কোটি ডলারের নিচে নেমে এলে ভাবমূর্তি নষ্ট হবে বলে ২০০১ সালে প্রথমবারের মতো এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাকি রাখতে বাধ্য হয়েছিল বাংলাদেশ। ১৬ বছরের মাথায় সেই রিজার্ভ তিন হাজার কোটি (৩০ বিলিয়ন) ডলারের মাইলফলক ছুঁতে চলেছে। এই হিসাবে গত ১৬ বছরে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বেড়েছে ৩০ গুণ। খবর বিডিনিউজের।

চলতি সপ্তাহে তা প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এফ এম মোকাম্মেল হক বলেন, গতকাল দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল হলিডে হওয়ায় আজ (রবিবার) রিজার্ভে কোনো অর্থ যোগ হয়নি। সোমবার, মঙ্গলবার অথবা এ সপ্তাহেই রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াবে বলে আশা করছি।’

সর্বশেষ খবর