মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে ২০০ কোটি টাকা আত্মসাৎ

১৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পত্রিকায় চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ২০০ কোটি টাকা আত্মসাৎ করা একটি প্রতারক চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ফারুক হোসেন, জহুরুল ইসলাম খোকা, কামরুল ইসলাম, আবদুল মজিদ, মনিরুল ইসলাম, মহিবুল ইসলাম, সুমন,  ইউনুছ আলী, নুরনবী, তৈয়ব হোসেন, শহিদুল ইসলাম সুমন, শিমুল হাসান, কিবরিয়া ও আছমা আক্তার আঙ্গুর। তাদের কাছ থেকে নগর স্বাস্থ্য ফাউন্ডেশন থেকে ভুয়া ১৪টি নিয়োগপত্র, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের চূড়ান্ত নির্বাচিত ফরমের ভুয়া ৩টি, ভিআইপি এগ্রো ফুড লি. কার্যালয়ের ৪৭টি, ভুয়া চাকরির নিয়োগপত্রে ব্যবহৃত মোবাইল সেট ১১টি, বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদন ফরম ২০ হাজার ১৪৫টি, ১৪টি ভুয়া আইডি কার্ড, ভুয়া রশিদ বই ১১টি, বাংলাদেশ স্বাস্থ্য কেন্দ্র লি. এর আবেদন ফরম ১২টি, সমাজ কল্যাণ সংস্থার ভুয়া আবেদন ফরম ৩৩টি, সমাজ কল্যাণ সংস্থার রেজিস্ট্রার ৩টি, ভর্তির ফরমে আবেদন ১৪ কপি, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রার্থীর আবেদনপত্র ফরম ২ হাজার ৫৫টি, সিডো বাংলাদেশ লি. এর ইন্টারভিউ কার্ড এবং টাকা প্রদানের সনদপত্রসহ আবেদনপত্র ৫২৫টি, বিভিন্ন পত্রিকার ভুয়া নিয়োগপত্রের পেপারকাটিং ৪৪৫ কপি এবং বিভিন্ন কোম্পানির ভুয়া ৭০টি সিলমোহর উদ্ধার করা হয়।

গতকাল সকালে র‌্যাব-৪-এর মিরপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেজর আবু সাঈদ খান বলেন, বিভিন্ন জেলার চাকরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীরা তাদের দেওয়া বিজ্ঞপ্তি দেখে অফিসে আসত। তাদের মৌখিক সাক্ষাৎকার এবং চাকরি দেওয়ার নাম করে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা নেওয়া হতো। টাকা প্রদানকারীরা যখন ভুয়া প্রতিষ্ঠানের দেওয়া নিয়োগপত্র নিয়ে যোগদান করতে যায়, তখন জানতে পারে তাদের নিয়োগপত্রের কোম্পানি বা প্রতিষ্ঠানের কোনো ভিত্তি নেই। এ চক্রটি সারা দেশে ২ লক্ষাধিক চাকরি প্রত্যাশীর নিকট থেকে আবেদনপত্র গ্রহণ করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর