মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

আষাঢ়েও নেই বৃষ্টি অস্বস্তিতে সবাই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আষাঢ়ের ১৩ দিন পেরিয়ে গেছে। কিন্তু বর্ষার এই প্রথম মাসে বৃষ্টির দেখা পাওয়া গেছে মাত্র দুই দিন। ২২ জুন বৃষ্টি হয়েছে ২৬ দশমিক দুই মিলিমিটার। তার আগে ১৫ জুন বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার। আবহাওয়া অফিস জানিয়াছে, এ সময়ে বৃষ্টিপাত না হওয়াতে তীব্র গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়েস। সর্বনিম্ন ছিল ২৭ দশমিক দুই ডিগ্রি। তবে বৃষ্টিহীন আষাঢ়ের সব যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে গত পাঁচ দিনের বিদ্যুৎ বিভ্রাট। সারাদিন দফায় দফায় বিদ্যুৎ আসছে-যাচ্ছে। তীব্র গরমের ওপর বিদ্যুৎ বিভ্রাট রোজাদারদের জন্য কষ্টকর যাচ্ছে কয়েক দিন। ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ নগরবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিদ্যুতের মাত্রাতিরিক্ত ভেলকিবাজি দেখতে হয়েছে নগরবাসীকে। প্রায় সারাদিনই তেমন বিদ্যুৎ থাকছে না। লক্ষ্মীপুরের কলেজ শিক্ষক আতাউর রহমান জানালেন, গত কয়েক দিন ধরে রাজশাহীতে তীব্র গরম অনুভূত হচ্ছে। সঙ্গে বিদ্যুতের ঘন ঘন আসা যাওয়া। এর সঙ্গে ভ্যাপসা গরমে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। রোজার সময় সাহরি এবং ইফতারির সময়েও বিদ্যুৎ থাকছে না। সাহেববাজারের জুতা ব্যবসায়ী ওয়াহিদুর রহমান বলেন, এমনিতে গরম তার ওপর বিদ্যুৎ নেই। ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারছে না। সারা বছর এ সময়ের কেনা-বেচার ওপর তাদের সারা বছরের আয় রোজগার নির্ভর করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর