মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ডিএমপিতে ২৩ নারী সার্জেন্টের যোগদান

নিজস্ব প্রতিবেদক

ডিএমপিতে ২৩ নারী সার্জেন্টের যোগদান

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) যোগ দিলেন ২৩ নারী সার্জেন্ট। গতকাল সকালে ডিএমপি সদর দফতরে পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাদের প্রত্যেকের হাতে ঈদ সম্মানী তুলে দেন। ডিএমপি প্রধান বলেন, পুরুষ সার্জেন্টের যে ক্ষমতা নারী সার্জেন্টদেরও একই ক্ষমতা। সুতরাং হীনমন্যতায় না ভুগে পেশাদারিত্বের মনমানসিকতা নিয়ে কাজ করলে নারী সার্জেন্টরাও এই পেশায় সফলতা দেখাতে পারবে। ডিএমপির এই ২৩ জন নারী সার্জেন্ট হলো ‘নারী সার্জেন্টদের অগ্রদূত’। কারণ এই নারী সার্জেন্টরা এই পেশায় সফলতা দেখালে পরবর্তীতে অন্য নারীরাও এই পেশায় যোগদান করবে।ডিএমপি কমিশনার বলেন, পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রেই নারীরা ট্রাফিক সেবায় নিয়োজিত থেকে জনসেবা করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ডিএমপির ট্রাফিক বিভাগে বদলিকৃত নারী সহকারী পুলিশ কমিশনাররা ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত থেকে অনেক ভালো করছে। পাশাপাশি নারী সার্জেন্টরাও ট্রাফিক ব্যবস্থাপনায় ভালো ভূমিকা রাখছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর