মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

অজ্ঞান পার্টির খপ্পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীসহ সাতজন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খুইয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারীসহ সাতজন। রবিবার রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সূত্রাপুর থানা ছাত্রলীগের  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন মুক্তার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী খান নূর ইসলাম মতিঝিল বিআরটিসি বাস কাউন্টারের সামনে ডাব খেয়ে অচেতন হয়ে পড়েন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের      জগন্নাথ হলের সামনে রাশেদ খান নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক অচেতন হন। দুর্বৃত্তরা তার অটোরিকশাটি নিয়ে গেছে। এ ছাড়া শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন অজ্ঞাত এক ব্যক্তি। গুলিস্তান বঙ্গ মার্কেটে অজ্ঞাত এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন খোরশেদ আলম নামে এক ব্যক্তি। এ ছাড়া খাগড়াছড়ি থেকে ঢাকায় আসার পথে ইউনুছ শরীফ নামে এক ঠিকাদারও অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

সর্বশেষ খবর