বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

মংলায় ২০০ রিকন্ডিশন্ড গাড়ি ও ৫০ কনটেইনার পণ্য নিলামে

বাগেরহাট প্রতিনিধি

মংলা বন্দর দিয়ে আমদানিকৃত বিভিন্ন মডেলের ২০০ রিকন্ডিশন্ড গাড়ি ও ৫০টি কনটেইনার পণ্যের নিলাম দিয়েছে মংলা কাস্টমস হাউস। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মংলা, খুলনা, ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, যশোর ও বেনাপোল কাস্টম হাউসে নিলামের দরপত্র জমা নেওয়া হয়েছে। আজ (বুধবার) মংলা কাস্টম হাউসে নিলামে অংশ গ্রহণকারীদের দরপত্র খোলা হবে। নিলাম ডাকা ২০০ গাড়ির মধ্যে রয়েছে কার, মাইক্রোবাস, জিপ, কাভার্টভ্যান ও ট্রাক। আমদানিকারকরা এসব রিকন্ডিশন্ড গাড়ি বিদেশ থেকে এনে রাজস্ব পরিশোধ না করে বছরের পর বছর ধরে বন্দরের ইয়ার্ডে ফেলে রাখে। এ ছাড়া ৫০টি কনটেইনার বোঝাই পণ্যের মধ্যে রয়েছে সুপারি, ব্যাটারি ও লাইটসহ অন্যান্য মালামাল।

কাস্টমসের নিয়োগকৃত নিলামকারী প্রতিষ্ঠান এক্সপো ট্রেডার্সের খুলনার ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন জানান, মংলা বন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ গাড়ি আনা, আমদানিকৃত গাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না করা এবং দীর্ঘদিনের শুল্ক জটিলতা দূর করে সরকারের রাজস্ব আদায়ের জন্যই কর্তৃপক্ষ এসব গাড়ি নিলামে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গাড়ি আমদানির পর খালাসের জন্য নির্ধারিত সময় থাকলেও আমদানিকারকরা বিভিন্ন অজুহাতে বছরের পর বছর ধরে এসব গাড়ি খালাস করেনি। তাই কাস্টমস আইন অনুযায়ী এসব গাড়ি নিলামে তোলা হয়েছে। এর আগে ২৬ এপ্রিল ৩৪৪টি এবং ২৫ মে ৩১৯টি গাড়ি নিলামে দেয় মংলা কাস্টম কর্তৃপক্ষ। তিনি বলেন, নানা অজুহাতে দীর্ঘদিনে ছাড় করিয়ে না নেওয়া ৫০টি কনটেইনারে বিভিন্ন ধরনের আমদানি পণ্যের নিলামও দেওয়া হচ্ছে আজ একই সঙ্গে।

সর্বশেষ খবর