বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় সংলাপ জরুরি

————— ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় সংলাপ জরুরি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্রহীনতার কারণে জনজীবন আজ আতঙ্কিত হয়ে পড়েছে। এ সরকার ক্ষমতায় আসার পর বিএনপিসহ বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছেন। মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের কারাগারে নিক্ষেপ করছে। সরকারের ক্ষমতায় থাকার অতিলোভ তাদের স্বৈরাচারী ও বেপরোয়া করে তুলেছে। দেশের সর্বত্রই এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। দেশে জঙ্গি ও সন্ত্রাসী তত্পরতা বেড়েছে। এটি অবিলম্বে রোধ করতে হবে। এ জন্য জাতীয় সংলাপ জরুরি। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ড. মোশাররফ ফাউন্ডেশন আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. শাহিদুল হাসান বাবুল।

সর্বশেষ খবর