বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা

কার্যক্রম গতিশীল রাখতে বন্দরে ঈদের ছুটি বাতিল

কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে ৯ দিনের ছুটি বাতিল করে একদিনের ঈদের সরকারি ছুটি বহাল রেখেছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমদানি পণ্য খালাস ও আন্তর্জাতিক যোগাযোগ এবং সম্পর্ক রক্ষা করতে এই বিধান পালন করে আসছে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষও। যদিও সরকারি ছুটিতে কাজ না করতে এবং ঘোষিত ৯ দিনের ছুটি পুনর্বহাল দাবিতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সভা করেছে। মঙ্গলবার সকালে কাস্টমস হাউসে অনুষ্ঠিত ছুটি বৃদ্ধির এই প্রতিবাদ সভায় যোগ দিতে কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। মানবিক বিবেচনায় অন্তত চার দিনের ছুটি বহাল রাখার দাবি জানিয়ে এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত প্রস্তাবও দেন কাস্টমস কর্মকর্তারা। এখনো পর্যন্ত ছুটির বিষয়ে নতুন কোনো আদেশ আসেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, দীর্ঘকাল ধরে ঈদে সরকার ঘোষিত ছুটি ভোগ করতে পারেন না চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের দিন মাত্র ৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় বন্দরের কার্যক্রম। সাধারণত তিন দিনের ঈদের ছুটি ঘোষিত হলে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা একদিনের ছুটি ভোগ করতে পারেন। এবার ৯ দিনের সরকারি ছুটি ঘোষিত হলেও পুরনো নিয়মেই একদিনের ছুটি থাকছে চট্টগ্রাম বন্দরে। এই নিয়মের সঙ্গে এবার যুক্ত হচ্ছে চট্টগ্রাম কাস্টমসও। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য অব্যাহত ও বন্দরের কার্যক্রমে সহায়তা দিতে এবং পণ্যের শুল্কায়ন করে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর