বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কাল

আজ আলোকচিত্র প্রদর্শনী শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আজ আলোকচিত্র প্রদর্শনী শুরু

আগামীকাল ১ জুলাই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’। ১৯২১ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ। এ বছর ‘সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হবে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইতিমধ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এ ছাড়া ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনও (ডুয়া) দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। ডুয়ার উদ্যোগে অ্যালামনাই ফ্লোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পাবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষ্য বহনকারী ১০০ দুর্লভ আলোকচিত্র। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, পিয়ারু আর্কাইভসহ বিভিন্ন উৎস থেকে এসব আলোকচিত্র সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ খবর