শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বেতন নিয়ে উদ্বিগ্ন পোশাক শ্রমিকরা

ছোট কারখানায় গড়িমসি

রুহুল আমিন রাসেল

ঈদের আগে পোশাকশিল্প শ্রমিকদের জুন মাসের বেতন শতভাগ পাওয়া নিয়ে উদ্বেগ কাটেনি। শ্রমিক নেতাদের দাবি, মাত্র ৩০ শতাংশ কারখানা বোনাস দিয়েছে। কিছু কারখানা জুনের বেতন দিলেও অনেকে মে মাসের বেতনই দেয়নি। তবে মালিকদের দাবি, শতভাগ বোনাস পরিশোধ করা হয়েছে। গতকাল থেকে জুনের বেতনও দেওয়া হচ্ছে। আজ-কালের মধ্যে জুনের পুরো বা আংশিক বেতন পাবেন সব পোশাক শ্রমিক। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি মোহাম্মদ নাসির বলেন, ‘আমাদের সব সদস্য পোশাক কারখানায় শতভাগ বোনাস পরিশোধ করা হয়েছে। গতকাল জুনের বেতন প্রদান শুরু হয়েছে, যা আজ-কালের মধ্যে শেষ হবে।’ তবে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, ‘দেশের বড় বড় কারখানাগুলো জুন মাসের বেতন পুরো দিয়েছে। কিন্তু মাঝারি ও ছোট কারখানাগুলো ১৫ থেকে ২০ দিনের বেতন দিচ্ছে। তারা জুন মাস শেষ হয়ে গেলেও বেতন দিতে অনিহা প্রকাশ করছে। প্রতি বছর ঈদের সময় বেতন-বোনাস নিয়ে পোশাকশিল্প মালিকরা যে গড়িমসি করেন, সেই চিত্রের পুনরাবৃত্তি এবারও হচ্ছে। তাই শ্রমিকদের উদ্বেগ কাটেনি।’ এই শ্রমিক নেতার দাবি, সরকারের তদারকি থাকতে হবে।  বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম-সম্পাদক জলি তালুকদার বলেন, মাত্র ২০ থেকে ৩০ শতাংশ কারখানা বোনাস দিয়েছে। অনেক কারখানা মে মাসের বেতন দেয়নি। আর ‘মালিকরা শতভাগ কারখানায় শ্রমিকদের বোনাস প্রদানের’ যে দাবি করেছেন তাকে ভাওতাবাজি হিসেবে মন্তব্য করেছেন এই শ্রমিক নেতা।

জানা গেছে, ঈদের আগে পোশাকশিল্পের শ্রমিকদের শতভাগ বেতন-বোনাস পরিশোধে বেশকিছু ঝুঁকিপূর্ণ কারখানায় নজরদারি রাখছে সরকার ও মালিকপক্ষ। সরকার মালিকদের কড়া নির্দেশ দিয়ে বলেছে, এবার ২৫ রোজার আগে সব শ্রমিককে বোনাস প্রদান এবং আগামী ৩ জুলাইয়ের মধ্যে জুন মাসের পুরো বেতন পরিশোধ করতে হবে। এ প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু গত ১১ জুন বাংলাদেশ প্রতিদিনকে বলেছিলেন, ‘আমার ধারণা— যেহেতু ঈদ হবে জুলাইয়ের ৬ বা ৭ তারিখে, তাই ৩ জুলাইয়ের মধ্যে জুনের পুরো বেতন দিতে হবে।’ উল্লেখ্য, ঈদকে সামনে রেখে গত ২২ মে শ্রম মন্ত্রণালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির প্রস্তুতিমূলক বৈঠক হয়। ওই বৈঠকে সরকার ২৫ রোজার মধ্যে বেনাস ও ৩ জুলাইয়ের মধ্যে জুনের বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করে।

সর্বশেষ খবর