শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ভারতীয় পোশাকের দারুণ কদর, দাম চড়া

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভারতীয় পোশাকের দারুণ কদর, দাম চড়া

জমে উঠেছে বরিশালের ঈদ বাজার। মধ্য রমজান থেকে ক্রেতারা বাজারমুখী হলেও এখন দিনরাত চলছে কেনাকাটা। দিনের প্রখর রোদ উপক্ষো করেও ক্রেতারা ছুটছেন। বেচাকেনা চলছে গভীর রাত পর্যন্ত। এবার ভারতীয় পোশাকের দারুণ চাহিদা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে বিক্রেতাদের বেপরোয়া মূল্য সন্ত্রাসও তুঙ্গে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ বাজারে ভারতের তৈরি বিভিন্ন বাহারি নামের পোশাকের প্রতি তরুণীরা ঝুঁকছেন। দোকানিরা বলছেন, পুরুষের তুলনায় তরুণীরাই ভারতীয় পোশাকের দিকে বেশি ঝুঁকছেন। তরুণীদের ঝোঁক ফ্লোরটাচ, জলপরী, রাই কিশোরী, আনারকলি, আশিকী, মাসাককালি, সানি কোয়েল, চিকনি চামেলী, ডিসকো চালি, ঝিলমিল, পাংকুরি, আশিকী টু, বুগিউগি, টাপুর এবং পাখি ড্রেসের প্রতি। ২ থেকে ২০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এসব পোশাক। ‘একদর’ লেখা থাকলেও দরাদরিতে কিছুটা কমছে মূল্য। তরুণ-যুবকদের জন্য সর্বনিম্ন ১ থেকে ৫ হাজার টাকায় জিন্স প্যান্ট, ৮০০ থেকে ৪ হাজার টাকায় শার্ট পাওয়া যাচ্ছে।

সর্বশেষ খবর