শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ভালো শেয়ারের চাহিদা বাজারে আসছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড

ভালো শেয়ারের চাহিদা বাজারে আসছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড

দেশের পুঁজিবাজারে বর্তমান মন্দাবস্থার মধ্যেও ভালো শেয়ারের চাহিদা মেটাতে বড় পরিসরে বাজারে আসছে বসুন্ধরা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে রোড শো শেষ করেছে কোম্পানিটি। বাজারে শেয়ার ছেড়ে ২০০ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি আর পরিশোধিত মূলধন ১৪৭ কোটি ৭৪ লাখ টাকা। বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় রোড শোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানির পরিচিতি, আর্থিক অবস্থা, আইপিও ইস্যু ও কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছে ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বসুন্ধরা পেপার মিলের রোড শোতে বক্তব্য দেন কোম্পানির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান   —বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ খবর