Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ জুলাই, ২০১৬ ০০:২৫
বৃষ্টি হতে পারে ঈদের দিন
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতরের দিন বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি বায়ু মাঝারি ধরনের সক্রিয় থাকায় দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ঈদের দিনও এমন বৃষ্টি হতে পারে। এ ছাড়া গতকাল এক বিজ্ঞপ্তিতে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেতও দেখিয়ে যেতে বলেছে অধিদফতর। বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধ বা বৃহস্পতিবার। আজ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বাড়লেও পরবর্তী তিন দিন কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদফতর। এবার আষাঢ় মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও রাজধানীবাসী গরমে হাসফাঁস করেছে। একজন আবহাওয়াবিদ বলেন, ঈদের দিন হালকা বৃষ্টি থাকতে পারে রাজধানীতে। ঢাকার বাইরে চট্টগ্রাম, নোয়াখালী এলাকাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow