Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৫ জুলাই, ২০১৬ ০০:২৭
১৯ বছর পর বগুড়া যুবলীগের সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন। আগামী ১৬ জুলাই বগুড়া জেলা স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন সফল করতে পোস্টার, ডিজিটাল ব্যানার টানানো হয়েছে শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ বিভিন্ন স্থানে।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ১৯৯৭ সালের ১২ মে বগুড়া জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মঞ্জুরুল আলম মোহন সভাপতি ও সাগর কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর কোনো সম্মেলন না হলেও বিশেষ বর্ধিত সভার মাধ্যমে জেলা কমিটিতে সাবেক ছাত্র নেতাদের কো-অপ্ট করা হয়েছে। তবে দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সংগঠনের অনেক নেতা-কর্মী মূল দল আওয়ামী লীগে যাওয়ায় কিছু পদ শূন্য হয়ে যায়।

up-arrow