শিরোনাম
রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক

ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রিয়জন, বন্ধু আর স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ শেষে নাড়ির টানে বাড়ি যাওয়া কর্মজীবী মানুষরা এখন ঢাকামুখী। আজ থেকে আবার কর্মব্যস্ত হয়ে পড়বেন তারা। গতকাল ঢাকামুখী মানুষকে ব্যস্ত দেখা গেছে বিভিন্ন বাস, রেল, লঞ্চ ও বিমানবন্দরগুলোতে। দেশের বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের ঈদের ছুটি শেষ হয়েছে শুক্রবার। তবে সরকারি চাকরিজীবীরা একদিন বাড়তি পেয়েছিলেন, তাদের সে সময়ও শেষ হলো গতকাল। সব মিলিয়ে সরকারি-বেসরকারি সবারই ছুটির মেয়াদ শেষ হয়েছে। ব্যাংক-বীমা, অফিস-আদালত খুলছে আজ। আর তাই সবাই এখন ঢাকামুখী। ঈদের তৃতীয় দিন গতকাল কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, ঢাকায় ফেরা মানুষের ভিড়।  ট্রেনগুলো ফিরছে যাত্রীভর্তি হয়ে। সিট না পেয়ে দাঁড়িয়েও থাকতে দেখা গেছে অনেককে। তবে ট্রেনের শিডিউলে তেমন বড় কোনো বিপর্যয় না হওয়ায় ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পারছেন যাত্রীরা। ট্রেন পৌঁছতে কিছুটা বিলম্ব হলেও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরে খুশি কর্মজীবীরা। গতকাল ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ১৮টি ট্রেন ঢাকায় পৌঁছেছে।

সর্বশেষ খবর