Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

প্রকাশ : সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১০ জুলাই, ২০১৬ ২৩:৪৬
নর্থ-সাউথ ইউনিভার্সিটি
এক সেমিস্টার অনুপস্থিত থাকলেই ছাত্রত্ব বাতিল
নিজস্ব প্রতিবেদক

নর্থ-সাউথ ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী এক সেমিস্টার অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল করা হবে। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চলমান সন্ত্রাসবাদ ও জঙ্গিকাণ্ডে এ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর নাম উঠে আসার পর এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী দীর্ঘ মেয়াদে অনুপস্থিত থাকলে তার অভিভাবককে চিঠি দিয়ে জানানো হবে। চিঠির উত্তর না পেলে আইনশৃঙ্খলাবাহিনীকে জানানো হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে অবশ্যই তাকে ক্লাসে নিয়মিত হতে হবে।
এই পাতার আরো খবর
up-arrow