সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কবি আল মাহমুদের ৮০তম জন্মদিন

সাংস্কৃতিক প্রতিবেদক

কবি আল মাহমুদের ৮০তম জন্মদিন

আজ ১১ জুলাই আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৮০তম জন্মদিন। ১৯৩৬ সালের এই দিনে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি একধারে কবি, ঔপন্যাসিক এবং ছোটগল্পকার। সংবাদপত্রে লেখালেখির সূত্র ধরে ১৯৫৪ সালে কবি ঢাকায় আসেন। সমকালীন বাংলা সাপ্তাহিক পত্রিকার মধ্যে কবি আবদুর রশীদ ওয়াসেকপুরী সম্পাদিত ও নাজমুল হক প্রকাশিত সাপ্তাহিক কাফেলায় তিনি লেখালেখি শুরু করেন। পাশাপাশি  দৈনিক মিল্লাত পত্রিকায় প্রুফ রিডার হিসেবে সাংবাদিকতা জগতে পা রাখেন। ১৯৫৫ সাল কবি আবদুর রশীদ ওয়াসেকপুরী কাফেলার চাকরি ছেড়ে দিলে তিনি সম্পাদক হিসেবে যোগ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর