মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে নিরাপত্তা শঙ্কায় বিদেশি নাগরিকরা

বেশির ভাগই দুই দিন কর্মস্থলে অনুপস্থিত

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

নিরাপত্তা শঙ্কায় আছেন চট্টগ্রামে সরকারি বিভিন্ন সেবা সংস্থায় চলমান প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকরা। ইতিমধ্যে কর্মস্থলে অনুপস্থিত ও নিরাপত্তাহীনতায় প্রকল্প-স্থানেও যাননি কেউ কেউ। এমতাবস্থায় চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ গতকাল বিকালে বিদেশিদের কর্মস্থল ও আবাসিক এলাকায় বিশেষ নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে। সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার বলেন, বিদেশি নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন স্থানে নিরাপত্তা বাড়িয়েছি। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

জানা যায়, চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ বিভিন্ন প্রকল্পে কর্মরত ৯৬ বিদেশির নাম ঠিকানা সংগ্রহ করেছে। ওয়াসায় জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকার) তত্ত্বাবধানে প্রায় সাত হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান। এসব প্রকল্পে জাপান, যুক্তরাষ্ট্র, চীন ও উগান্ডার নাগরিকরা কাজ করছেন।  আগামী দুই মাসের মধ্যে প্রকল্পগুলোতে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের আরও প্রায় ১০০ নাগরিক যোগ দেওয়ার কথা। খোঁজ নিয়ে জানা যায়, জাইকার প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের বেশির ভাগই গত দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। ওয়াসায় জাইকার প্রধান সমন্বয়ক মাশুইশি হিরোইমা গত রবিবার নিজ দফতরে এলেও নির্দিষ্ট সময়ের আগেই চলে যান। তা ছাড়া, ইতিপূর্বে রংপুরে জাপানি নাগরিক নিহত হওয়ার পর ওয়াসায় কর্মরত দুই নারী জাপানে ফিরে যান। 

চট্টগ্রাম ওয়াসার সচিব মো. সামসুদ্দোহা বলেন, ওয়াসার বিভিন্ন প্রকল্পে কর্মরতদের মধ্যে ইতিমধ্যে ৯৬ জন বিদেশি নাগরিকের নাম, মোবাইল নম্বর, আবাসিক ঠিকানা, কে কোথায় কাজ করছেন সব তথ্য সংগ্রহ করা হয়েছে। সংগৃহীতদের তথ্যসহ তাদের নিরাপত্তা চেয়ে সিএমপি ও পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছি। আশা করছি, পুলিশ প্রশাসন এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পে ঠিকাদারও বিদেশি নিয়োগ দিয়ে কাজ করাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর