Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ জুলাই, ২০১৬ ২৩:৪১
সহযোগী সংগঠনগুলোকে অফিস ছাড়তে বলেছে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভেঙে নতুন দশ তলা ভবন নির্মাণের জন্য সব সহযোগী সংগঠনকে ১৫ জুলাইয়ের মধ্যে ওই কার্যালয় ছাড়তে বলা হয়েছে। রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এই নির্দেশনা দেন। সভা শেষে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং মহানগর আওয়ামী লীগের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ১৭ জুলাই এ কার্যালয় ভাঙা শুরু হবে। আপনারা ১৫ জুলাইয়ের মধ্যে কার্যালয় ছেড়ে দিবেন। বহুতল ও দৃষ্টিনন্দন আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দলীয় কার্যালয় নির্মাণের স্বার্থেই ভবনটি ভাঙা হচ্ছে। আধুনিক দশ তলা এই কার্যালয়ে বড় কনফারেন্স হলসহ লাইব্রেরি, সাংবাদিক লাউঞ্জ ও আইটি বিভাগ থাকবে।

এই পাতার আরো খবর
up-arrow