মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর দেশের সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৭ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এতে সভাপতিত্ব করবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও ওই সভায় উপস্থিত থাকবেন। বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য ছাড়াও ছাত্র, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের বৈঠকে রাখা হবে। স্কলাসটিকাসহ কয়েকটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও সভায় ডাকা হবে বলে জানা গেছে। জানা গেছে, গতকাল বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দফতরে এসে তাকে সভার বিষয়ে অবহিত করেন।

এ ছাড়া শিক্ষার্থীদের জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় শিক্ষামন্ত্রী আজ সচিবালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা করবেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর