মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নর্থ সাউথের সিদ্ধান্ত জঙ্গি দমনে ভূমিকা রাখবে না : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

নর্থ সাউথের সিদ্ধান্ত জঙ্গি দমনে ভূমিকা রাখবে না : নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত জঙ্গি দমনে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না। ‘এক সেমিস্টার অনুপস্থিত থাকলেই ছাত্রত্ব বাতিল করা হবে’— জঙ্গিবাদ দমনে নর্থ সাউথের এ সিদ্ধান্ত কতটুকু কার্যকর, বাংলাদেশ প্রতিদিনের এমন প্রশ্নের জবাবে গতকাল তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এটি তাদের একাডেমিক সিদ্ধান্ত হতে পারে। জঙ্গি দমনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, নর্থ সাউথ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়ে চমক সৃষ্টি করেছে। কিন্তু এটা বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত হতে পারে না। কারণ একজন ছাত্র কোনো অপরাধকর্ম সংঘটিত করে চার মাস পর সেমিস্টার পরীক্ষায় অংশ নিতেই পারে। আরেক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার বিষয় উঠে এসেছে। এটি উদ্বেগের বিষয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, টানা ১০ দিন কোনো কারণ ছাড়া শিক্ষার্থী অনুপস্থিত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর