মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

অপহরণের অভিযোগে সৎ বাবা আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করতে এক শিশুকে অপহরণের চেষ্টা চালানোর অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে র‌্যাব। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে অপহরণের পর পাবনা নিয়ে যাওয়ার পথে গতকাল বিকাল ৪টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ সময় ওই শিশুর সৎ বাবাকেও আটক করা হয়েছে।

জানা গেছে, আটক ব্যক্তির নাম রিপন আলী (৩৫)। তিনি পাবনার আটঘরিয়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম পালন আলী। উদ্ধারকৃত শিশুটির নাম আমির হামজা (৪)। সে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আদমপুর গ্রামের জামিলুর রহমানের ছেলে।র‌্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার মোবাশ্বের করিম জানান, শিশুটির মায়ের সঙ্গে আটক রিপন আলীর বিয়ে হয়েছিল। তবে কয়েক বছর আগেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর ওই নারী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দ্বিতীয় বিয়ে করেন। সেখানে আমির হামজার জন্ম হয়। তবে সাবেক স্ত্রীর কাছে নিজের প্রায় ৫০ হাজার টাকা থাকার দাবি করে আসছিলেন রিপন আলী। বিভিন্ন সময় ফোন করে এ টাকা দাবিও করেন তিনি। তবে এ টাকা তিনি আদায় করতে না পেরে শিশু আমির হামজাকে অপহরণ করে টাকা আদায়ের ছক করেন। পরে গতকাল সকালে তিনি ভোলাহাটের আদমপুর থেকে ওই শিশুকে অপহরণ করে নিয়ে আসেন। এরপরই রিপন আলী তার সাবেক স্ত্রীকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন। খবর পেয়ে বিকাল ৪টার দিকে র‌্যাব সদস্যরা রাজশাহী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি ট্রেনের টয়লেট থেকে শিশু আমির হামজাকে উদ্ধার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর