Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুলাই, ২০১৬ ০২:২৪
৫০ বিচারককে বদলি ৪৭ জনকে সাব রেজিস্ট্রারে পদায়ন
নিজস্ব প্রতিবেদক

ঢাকার সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সমপর্যায়ের ৫০ জনকে বদলির আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে ৪৭ জনকে সাব-রেজিস্ট্রারের পদে পদায়ন করা হয়েছে। গতকাল এই বদলি ও পদায়নের তথ্য নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম। তিনি জানান, আজ (সোমবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৭ জনকে সাব-রেজিস্ট্রারে পদায়নের আদেশ জারি করা হয়েছে। পদায়নপ্রাপ্তদের অবিলম্বে তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হবে। এ ছাড়া বিচারকদের নামের তালিকা এবং কাকে কোথায় বদলি করা হয়েছে তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow