Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুলাই, ২০১৬ ২৩:১২
জঙ্গি হামলার পেছনে জামায়াত-বিএনপি
আ ক ম মোজাম্মেল হক
নিজস্ব প্রতিবেদক
জঙ্গি হামলার পেছনে জামায়াত-বিএনপি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের সন্তানরাই জঙ্গি হামলার সঙ্গে জড়িত। দেশে যে জঙ্গি হামলা হচ্ছে, তার পেছনে জামায়াত-বিএনপির হাত রয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘জঙ্গিবাদ ও জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সপক্ষের ব্যক্তিবর্গের এ মুহূর্তে করণীয়’ শীর্ষক  আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ মুক্তি সংঘ ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ এ আলোচনার আয়োজন করে। আ ক ম মোজাম্মেল হক বলেন, বাংলার মাটিতে কোনো জঙ্গিবাদের ঠাঁই নেই। আলোচনা সভায় সাব-সেক্টর কমান্ডার বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমদ, বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow