বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জাপা নেতা মুরাদের চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় পার্টির (জাপা) সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন ‘ক্রিস্টাল গোল্ড’ জাহাজে ২০১৪ সালের জুলাই মাসে জ্বালানি তেল সরবরাহ করেছিল সিঙ্গাপুরের ইউনাইটেড বাংকারিং অ্যান্ড ট্রেডিং (এশিয়া) পিটিই লিমিটেড। চীনের জু সান বন্দর থেকে নেওয়া ওই তেলের মূল্য চুক্তি অনুযায়ী পরবর্তী ৩০ দিনের মধ্যে পরিশোধ করার কথা। কিন্তু সেই টাকা এখনো পরিশোধ করেনি জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ক্রিস্টাল নেভিগেশন লিমিটেড। ৯৬ লাখ ৪০ হাজার ৭৮৫ টাকা পরিশোধ না করায় জাহাজটির বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করেছে তেল সরবরাহকারী বিদেশি ওই প্রতিষ্ঠান। এদিকে একই মালিকের অপর জাহাজ ‘ক্রিস্টাল সাফায়ার’ মেরামত ও বিভিন্ন মালামাল সরবরাহ করে বিলের টাকা পায়নি আরডেন্ট মেরিন লিমিটেড।  ১৫ লাখ ৯৩ হাজার ২০ টাকা আদায়ে মুরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন জাহাজ ‘ক্রিস্টাল সাফায়ার’ ও তার স্বজনদের চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির মালিক। প্রতিষ্ঠানগুলো হলো— বে-নেভিগেশন লিমিটেড, ক্রিস্টাল নেভিগেশন লিমিটেড, মেরিন (এজেন্সি) সার্ভিস লিমিটেড ও মদিনা লিজিস্টিক অ্যান্ড শিপিং লিমিটেড।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর