Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুলাই, ২০১৬ ২৩:১৫
অস্থিতিশীল বিশ্বে যাত্রা করেছে এসডিজি
——— ড. দেবপ্রিয় ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক

অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি যাত্রা করেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ—সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, বিশ্ব অর্থনীতিও বর্তমানে দুর্বল প্রবৃদ্ধি, ক্রমবর্ধমান বৈষম্য এবং পৃথিবীব্যাপী শান্তি ও নিরাপত্তা ঝুঁকির মতো নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১১ জুলাই জাতিসংঘ সদর দফতরে এসডিজি বাস্তবায়ন পর্যবেক্ষণে গঠিত সর্বোচ্চ সংস্থা জাতিসংঘের হাই-লেভেল পলিটিক্যাল  ফোরামের (এইচএলপিএফ) বার্ষিক সভায় উদ্বোধনী অধিবেশনের নির্ধারিত আলোচক হিসেবে এসব কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৪৯টি থিঙ্কট্যাঙ্কের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক ‘সাউদার্ন ভয়েস অন পোস্ট-এমডিজি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট গোলস’-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এই পাতার আরো খবর
up-arrow