বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

হান্নানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানসহ আটজনের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য প্রসিকিউশন ট্রাইব্যুনালের কাছে দুই মাস সময়ের আবেদন করে। এরপর ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে। আসামিদের মধ্যে এমপি হান্নান, তার ছেলে মো. রফিক সাজ্জাদ, ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ, মিজানুর রহমান মিন্ট, মো. হরমুজ আলী কারাগারে আছেন। এ ছাড়া পলাতক রয়েছেন ময়মনসিংহের বাসিন্দা মো. ফখরুজ্জামান, মো. আবদুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী। এর আগে সোমবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই মামলার আট আসামির বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রকাশ করে। ওইদিনই তদন্ত সংস্থা চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর