বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জাপার আরও ৩৯ কেন্দ্রীয় নেতার নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাপার আরও ৩৯ কেন্দ্রীয় নেতার নাম ঘোষণা

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পার্টির নতুন কেন্দ্রীয় কমিটিতে আরও ৩৯ জনের নাম ঘোষণা করেছেন। এদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ১৩ জন, বিভাগীয় সম্পাদক পদে সাতজন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন, যুগ্ম বিভাগীয় সম্পাদক পদে চারজন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে ১০ জনের নাম রয়েছে। জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তালিকা প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, পর্যায়ক্রমে অবশিষ্ট পদে নাম ঘোষণা করা হবে। এ পর্যায়ে যাদের নাম ঘোষণা করা হলো তারা হলেন— সাংগঠনিক সম্পাদক শামসুল হক, সুলতান মাহমুদ, মোস্তাফিজুর রহমান নাঈম, মনিরুল ইসলাম মিলন, আমির উদ্দিন আহমেদ ডালু, অ্যাডভোকেট বখতিয়ারউদ্দিন খান ইকবাল, ইসহাক ভূঁইয়া, নির্মল চন্দ্র দাশ, এম এ মুনিম চৌধুরী বাবু, আলহাজ শাব্বীর আহমদ, জসিমউদ্দিন ভূঁইয়া, মোবারক হোসেন দুলু এবং আমির হোসেন। (অসমাপ্ত)

বিভাগীয় সম্পাদক আনিস উর রহমান খোকন (তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক), অনন্যা হুসেইন মৌসুমী (মহিলা বিষয়ক সম্পাদিকা), আবদুস সাত্তার (সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), আবদুল আওয়াল সেলিম (সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক), শাহজাহান মানসুর (শিক্ষাবিষয়ক সম্পাদক), মো. নোমান মিয়া (ছাত্র বিষয়ক সম্পাদক) এবং মো. নুরুল ইসলাম তালুকদার (প্রাদেশিক বিষয়ক সম্পাদক)। (অসমাপ্ত) যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সৈয়দ, আলহাজ আবুল কাশেম সরকার, আবদুল হামিদ চৌধুরী, মো. মামুনুর রশীদ এবং হাজী সালাউদ্দিন খোকা মোল্লা। (অসমাপ্ত)

যুগ্ম বিভাগীয় সম্পাদক এম এ রাজ্জাক খান (যুগ্ম দফতর সম্পাদক), অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু (যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা), আবু জায়েদ আল মাহমুদ (যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক) এবং জাহাঙ্গীর আলম পাঠান (যুগ্ম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক)। (অসমাপ্ত)

কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মেহেরুননেসা খান হেনা, মো. ইলিয়াস, খোরশেদ আরা হক, ফরিদা শিকদার, আমিনা হাসান, মিসেস সালমা হোসেন, অ্যাডভোকেট শাহাজাদী নাহিনা (শান্তা), মোছা. রিতু নূর, হাজী আবদুর রহমান। (অসমাপ্ত)

পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় (সব পদে নাম ঘোষণার পরে) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কমিটির তালিকার নামের ক্রমানুসারে নির্ধারণ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর