Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুলাই, ২০১৬ ২৩:১৯
শনিবার ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শনিবার ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

আগামী শনিবার সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর ও উপজেলা পর্যায়ে ৬-৫৯ মাস বয়সী ১৩ লাখ ২১ হাজার ৯১৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। সিভিল সার্জন বলেন, ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এই পাতার আরো খবর
up-arrow