Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুলাই, ২০১৬ ২৩:১৯
সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে এমন সিদ্ধান্ত নেবে না সরকার : সেতুমন্ত্রী
সাভার প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে কারও সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে এরই মধ্যে এফবিআইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারব, এমনটি ভাবছি না। পরস্পরের সহযোগিতা এখন জরুরি হয়ে পড়েছে। গতকাল দুপুরে আশুলিয়ার বাইপাইলে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ট্র্যাকিং ডিভাইস ব্যবহারে যুক্তরাষ্ট্র আমাদের চেয়ে অনেক উন্নত। যেসব বিষয়ে আমাদের অভিজ্ঞতা কম এবং টেকনিক্যাল সাপোর্টের অভাব রয়েছে, সেসব বিষয়ে শুধু যুক্তরাষ্ট্র নয়, উন্নত সব দেশ থেকেই সহায়তা নেওয়া হবে। জঙ্গিবাদ সমস্যা বাংলাদেশের একার সমস্যা নয়।

এই পাতার আরো খবর
up-arrow