Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৩ জুলাই, ২০১৬ ২৩:২০
শনিবার সরকারি অফিস খোলা
নিজস্ব প্রতিবেদক

আগামী শনিবার সরকারি অফিস খোলা থাকবে। গতকাল সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে সরকারি অফিস খোলা থাকবে। উল্লেখ্য, সরকার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছিল।

৩ জুলাই ছিল শবে কদরের ছুটি। ঈদের আগে শুধু শবে কদরের ছুটির পরদিন ৪ জুলাই অফিস খোলা ছিল। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ওই ছুটি ঘোষণা করেন। ফলে এবার ঈদে ১ জুলাই থেকে টানা নয় দিন ছুটি পান দেশের ১৩ লাখ সরকারি চাকুরে। ঈদের পর ১০ জুলাই রবিবার প্রথম অফিস করেন তারা।

এই পাতার আরো খবর
up-arrow