Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ জুলাই, ২০১৬ ২৩:২১
জঙ্গি হামলা জনশক্তি রপ্তানিতে প্রভাব ফেলবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক জঙ্গি হামলায় জনশক্তি রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। কাজের মানে বাংলাদেশিদের সুনাম আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশিদের কাজের মান ভালো। সবাই বাংলাদেশিদের নিতে চায়। এদিকে নারী কর্মীদের হয়রানির অভিযোগ তদন্তে বাংলাদেশ থেকে দুটি প্রতিনিধি দল সৌদি আরব ও লেবানন যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এতে গত এক বছরের অর্জন এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা জানানো হয়। মন্ত্রী জানান, এ বছর সাড়ে সাত লাখ বাংলাদেশি কর্মী চাকরি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যাবেন বলে আশা করা হচ্ছে। এতে মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন্নাহার, বিএমইটি মহাপরিচালক সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow