শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

রংপুরে পুকুর ভরাট নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

রংপুরে পুকুর ভরাট করে স্বাস্থ্যকেন্দ্র, বাজার, বহুতল ভবন নির্মাণকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনজিল মোরসেদ। গত ২৮ জুন ‘পুকুর ভরাট করে স্বাস্থ্যকেন্দ্র, বাজার, বহুতল ভবন, বাড়ি’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, জলাধার সংরক্ষণ আইন ২০০০-এর ৩৬ ধারা অনুযায়ী কোনো পুকুর, জলাশয়, খাল, লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ।

পরিবেশ সংরক্ষণ আইনেও নিষিদ্ধ। কিন্তু রংপুরে এ আইন কেউই মানছেন না। খোদ সিটি করপোরেশন পুকুর ও জলাশয় ভরাট করে মার্কেট নির্মাণের পর এখন নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করছে। এ ছাড়া পুকুর ও জলাশয় ভরাট করে নির্মাণ করা হয়েছে বাজার ও বহুতল বাড়ি। পুকুর ও জলাশয় ভরাটের ফলে সামান্য বৃষ্টিতেই নগরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিপর্যয়ের মুখে পড়েছে নগরীর পরিবেশ। নগরীতে সরকারি-বেসরকারি ও সিটি করপোরেশনের ছোট-বড় মিলে ১০০টি পুকুর ও জলাশয় ছিল। ভরাটের পর এখন রয়েছে মাত্র ২৩টি। এই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর