Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৫ জুলাই, ২০১৬ ২৩:২৭
জঙ্গি তৎপরতা ঠেকাতে নো কম্প্রোমাইজ নীতি
চবি খুলছে কাল
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জঙ্গি তৎপরতা ঠেকাতে নো কম্প্রোমাইজ নীতি

জঙ্গিবাদী সন্ত্রাসী ঘটনায় উত্তাল দেশ। উদ্বিগ্ন সমগ্র জাতি। এমন পরিপ্রেক্ষিতে আগামীকাল খুলছে দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা নিকেতন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। কিন্তু এ প্রতিষ্ঠানে অতীতে নানা ঘটনা-দুর্ঘটনা ও নেতিবাচক অভিজ্ঞতার কারণে উদ্বিগ্ন চবি। তা ছাড়া চবিসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৩ জন শিক্ষার্থীকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগও ভাবিয়ে তুলেছে প্রশাসনকে। তাই জঙ্গি তৎপরতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। ফলে চবি কর্তৃপক্ষ জঙ্গি তৎপরতা ঠেকাতে অতিমাত্রায় সতর্ক ও ‘নো কম্প্রোমাইজ’ নীতি গ্রহণ করেছে বলে জানা যায়।

প্রসঙ্গত, গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, ইতিমধ্যে দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের ৩৩ জনকে জঙ্গি সম্পৃক্ততায় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে নর্থসাউথের ১১ জন, বুয়েটের ৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ জন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের ২ জনসহ এক শিক্ষক রয়েছেন।

এই পাতার আরো খবর
up-arrow