শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি প্রতিরোধে শাহজালালে অপারেশন আইরিন জোরদার

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আসিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশের মতো গত বৃহস্পতিবার বিকাল থেকে বাংলাদেশেও শুরু হয়েছে কম্বিং অপারেশন ‘আইরিন’। বিশেষ এই অভিযানটি চলবে ২৩ জুলাই পর্যন্ত। গতকালও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন শাখায় তল্লাশি জোরদার করা হয়েছে। জানা গেছে, বিশেষ এই অপারেশনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজসহ বিভিন্ন শাখায় অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দারা।

প্রথম দফায় গোলাবারুদ বা অস্ত্র উদ্ধার করা না হলেও সাত হাজার ৪০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া।

নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য ‘এনফোর্সমেন্ট কমিটি অব দ্য কাস্টমস অপারেশন কাউন্সিল’ এর সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান শুরু হয়েছে।

সর্বশেষ খবর