Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৬ জুলাই, ২০১৬ ২৩:২২
জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের আহ্বান সুজনের
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জঙ্গিবাদ দমনে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার দাবিতে গতকাল জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সুজনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. তোফায়েল, সহ-সম্পাদক জাকির হোসেন, সদস্য মো. জাহাঙ্গীর প্রমুখ।

up-arrow