রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

উচ্চ অভিবাসন ব্যয় শ্রমবাজার ব্যাপ্তির অন্তরায়

গোলটেবিল আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, উচ্চ অভিবাসন ব্যয় শ্রমবাজার সম্প্রসারণের অন্তরায়। বিশ্বের মধ্যে বাংলাদেশে অভিবাসন ব্যয় সবচেয়ে বেশি। শুধু তাই নয়, এ দেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর খরচ যেমন অন্য দেশের তুলনায় অনেক বেশি, তেমন প্রবাসী শ্রমিকদের দেশে অর্থ পাঠানোতেও খরচ অনেক বেশি। এ দুই ব্যয়ই কমিয়ে আনতে হবে। এ ছাড়া যেসব অভিবাসী ছোট ছোট অ্যামাউন্ট দেশে পাঠাতে ব্যাংকিং চ্যানেলের বাইরের চ্যানেল ব্যবহার করেন তা কিন্তু জঙ্গি অর্থায়ন নয়। খরচ বেশি হওয়ার কারণে বাধ্য হয়েই তারা এটা করছেন। সবাইকে ব্যাংকিং চ্যানেলের আওতায় আনতে হলে টাকা পাঠানোর খরচ কমিয়ে আনতে হবে। গতকাল গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বাজেট ও শ্রম অভিবাসন শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও বক্তব্য রাখেন ড. মো. নুরুল ইসলাম ও  পারভেজ সিদ্দিকী।

সর্বশেষ খবর