সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রাজশাহীতে পিস স্কুলের সাইনবোর্ড হঠাৎ উধাও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পিস স্কুলের সাইনবোর্ড হঠাৎ উধাও

শিক্ষার্থীদের পরিচয়পত্র ও সড়কের পাশে দেওয়া সাইনবোর্ড ঠিক থাকলেও রাতারাতি তুলে ফেলা হয়েছে রাজশাহী নগরীর পিস স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড। শুধু তাই নয়, শিক্ষার্থীদের বহন করা ভ্যান গাড়িতে লেখা নামও মুছে দেওয়া হয়েছে। এতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে বিড়ম্বনায় পড়েছেন। ভারতের ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। এরপর থেকেই দেশের পিস স্কুলগুলোতে সরকারের নজরদারির পর এসব করা হয়েছে বলে মনে করছেন অভিভাবকরা। নগরীর তেরখাদিয়া এলাকায় গাজী ভবনে গিয়ে দেখা যায়, মূল ভবনে পিস স্কুল অ্যান্ড কলেজের যে বড় সাইনবোর্ডটি ছিল তা নামিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি নগরীর বিভিন্ন জায়গায় তাদের যেসব সাইনবোর্ড লাগানো ছিল সেগুলো তুলে ফেলা হয়েছে। তাদের শিক্ষার্থী বহনের ভ্যান গাড়িগুলো থেকেও পিস স্কুল অ্যান্ড কলেজের নাম মুছে ফেলা হয়। তবে এখনো স্কুলের লোকেশন বোর্ড ও শিক্ষার্থীদের পরিচয়পত্র আগের মতোই আছে।

সকাল ১০টার দিকে গাজী ভবনের সামনে গিয়ে দেখা যায়, ভবনে পিস স্কুল অ্যান্ড কলেজের যে সাইন বোর্ড ছিল তা নেই। ভবনটিতে শুধু গ্যালাক্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সাইনবোর্ড ঝুলছে। তবে ভবন থেকে সাইনবোর্ড সরানো হলেও শিশু শিক্ষার্থীদের দেখা গেছে।

সর্বশেষ খবর