সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

অবৈধ দখলে রেলের চার হাজার ৩৯১ একর জমি

——————— রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অবৈধ দখলে রেলের চার হাজার ৩৯১ একর জমি

বাংলাদেশ রেলওয়ের ৪ হাজার ৩৯১ দশমিক ৩৯ একর জমি অবৈধ দখলে রয়েছে বলে সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এর মধ্যে সরকারি ব্যক্তি-প্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের দখলভুক্ত রয়েছে ৩ হাজার ৪৬৯ দশমিক ৫ একর জমি। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার অবৈধ দখলভুক্ত জমির পরিমাণ ৯২২ দশমিক ৩৪ একর। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রী সংসদে এ তথ্য জানান। নাজমুল হক প্রধানের প্রশ্নে তিনি জানান, রেলওয়ের অব্যবহৃত বা পতিত জমির পরিমাণ ১০ হাজার ৮৬৮ দশমিক ৭২ একর। এ সব জমি উদ্ধার করে পিপিপির অধীনে এসব জমিতে শপিং মল, মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

সর্বশেষ খবর