সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বকেয়া বেতন দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বকেয়া বেতন প্রদানসহ নানা দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছেন কয়েকশ কর্মকর্তা-কর্মচারী। গতকাল দুপুরে স্মারকলিপি দেন তারা। কর্মকর্তা-কর্মচারীরা জানান, তাদের ৫ মাসের বেতন বকেয়া। ৩৫ মাস ধরে প্রভিডেন্ট ফান্ডের টাকা সংশ্লিষ্ট হিসাব নম্বরে জমা দেওয়া হচ্ছে না। এমনকি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে যোগ্যতার মূল্যায়ন উপেক্ষিত হচ্ছে।

দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের বেতন দেওয়া হয় মাত্র সাড়ে ৪ হাজার টাকা। এসব অভিযোগ নিয়ে বিসিসির স্থায়ী ৪৬৮ জন এবং অস্থায়ী প্রায় ১১০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে। মাঝে মাঝে তারা বিক্ষুব্ধ হয়ে উঠলে বকেয়া বেতনের আংশিক দিয়ে পরিস্থিতি তাত্ক্ষণিক ধামাচাপা দেন বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর