Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৭ জুলাই, ২০১৬ ২৩:০৪
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর শুরু
নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৬ আগামী ২০ নভেম্বর শুরু হবে। ২৭ নভেম্বর পর্যন্ত এসব পরীক্ষা চলবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির গতকালের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হুমায়ুন খালিদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরীক্ষার নির্ধারিত সময় মোট আড়াই ঘণ্টা। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ২০ মিনিট অতিরিক্ত নির্ধারণ করা হয়েছে।

এ বছর প্রাথমিকে মোট ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ীতে ৩ লাখ ২০ হাজার শিশু শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে।

অপরদিকে, এ বছর থেকেই প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী বাতিলের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। গতকালের এক সভা থেকে এ দাবি জানায় তারা।

এই পাতার আরো খবর
up-arrow