সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বস্ত্রশিল্পে ভ্যাট প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক

বস্ত্রশিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে তারা দেশের থার্স্ট সেক্টর হিসেবে ঘোষিত এই শিল্পে উন্নয়নে ৯ দফা দাবি জানিয়েছে সরকারের কাছে। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় তারা এ দাবি করেন। বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল হক। প্রাইভেট পাবলিক ডায়ালগ অন ওভারকামিং চ্যালেঞ্জ টুওয়ার্ড মডার্নাইজেশন অব টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভুইয়া, এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, চলতি অর্থবছরে বস্ত্রশিল্পে উৎপাদিত পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। যা কখনই এই শিল্পে ছিল না।

সর্বশেষ খবর